সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) পদ থেকে পদত্যাগ করেছেন।
টিউলিপ সিদ্দিক নিজেই এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তার বিরুদ্ধে বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বিভিন্ন অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতেই তিনি পদত্যাগ করলেন।
গত সপ্তাহে টিউলিপ তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্তের আহ্বান জানান। তদন্তের পর তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের এবং আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি ।