সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, পশ্চিম সৈকতের গলাচিপা এলাকার শায়রী রিসোর্টে প্রথম আগুণ লাগে। এরপর তা আশেপাশের কয়েকটি রিসোর্টে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুরোপুরি পুড়ে যায়। সব মিলিয়ে অন্তত ৩০টি কক্ষ আগুণে ভস্মিভূত হয়েছে।
দ্বীপে কোনও ফায়ার সার্ভিস না থাকায় আগুণ নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়। স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যদের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।
দ্বীপের এক বাসিন্দা বলেছেন, দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস না থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। দ্বীপের মানুষ সব কিছু থেকে বঞ্চিত। সরকারের উচিত অন্তত মানুষের কথা চিন্তা করে ফায়ার স্টেশন নির্মাণ করা।