মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে ফাহিম নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হামলা চালিয়েছে । এই ঘটনায় থানার ওসিসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ২টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ ঐ যুবকসহ সাথে থাকা আরও তিনজনকে আটক করে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, আকস্মিক ঐ যুবক থানায় ঢুকে পুলিশকে জেরা করেন। তার দাবি এলাকায় একটি খুন হয়েছে। কিন্তু পুলিশ জানায় তারা এখনও এমন খবর পায়নি। পরে সে ক্ষিপ্ত হয়ে উঠে। তার পরিচয় জানতে চাইলেও সে বলেনা। পরে আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে সে কিল-ঘুষি মারতে শুরু করেন।
এই ঘটনায় পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির আহত হয়েছেন। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।।
ওসি জানান, ঐ যুবককে আটকের পর তার সাথে আরও তিনজন রয়েছেন বলে জানান। পরে তাদেরকেও আটক করা হয়।
তিনি আরও জানান, ঐ যুবক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । তিনি মানসিকভাবে ভারসাম্যহীন বা মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।