রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয়দের মারধরের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি স্থানীয় বিএনপির নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে তাদের মারধর করা হয়েছে।
গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আহত শিক্ষার্থীদের পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানিয়েছে, একজন শিক্ষার্থী ভুলক্রমে নির্মাণাধীন একটি ভবনের ঢালাইয়ের ওপর পা রাখলে কয়েকজন স্থানীয় তার উপর চড়াও হন। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। পরে খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধারে গেলে তাদেরকেও আটকে রেখে মারধর করা হয়।
আহত শিক্ষার্থীদের দাবি, স্থানীয় বিএনপির নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে তাদের মারধর করা হয়েছে। তিনি ৩৮ নম্বর ওয়ার্ড (ওয়ারী থানা) বিএনপির নেতা। এ ছাড়া তিনি নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
মারধরের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। পরে তারা শহিদুলের নবাবপুর এলাকার বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন।
শিক্ষার্থীদের যাওয়ার খবরে বাড়িটির নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়িটি ঘিরে রাখেন। শিক্ষার্থীরা বাড়িটিতে ঢোকার চেষ্টা করেছেন বলে জানা গেছে।