টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ‘বিনিময়’ বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পিকআপে থাকা চার জন ব্যক্তি মারা গেছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় পরিবহণের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিক আপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। পিকআপে থাকা অপর দুজনকে মধুপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ এখনও নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি।