ভারতের মণিপুর রাজ্যের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে।
শুক্রবার বিক্ষোভকারীরা কাংপোকপি থানায় পাথর ছুঁড়তে শুরু করলে পুলিশের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ ঘটে, যার ফলে পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করলে অনেক বিক্ষোভকারীও আহত হন।
মণিপুরের ইম্ফল পশ্চিমের সীমান্তবর্তী কাংপোকপি জেলার উয়োকচিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয়।
এদিকে ঐ অঞ্চলে নির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউন চলছিলো। এর মাঝেই বড় ধরণের সংঘাতের ঘটনা ঘটলো।
পুলিশ জানিয়েছে, জনতা সেনাবাহিনী, বিএসএফ এবং সিআরপিএফের যৌথ দল মোতায়েনকে ‘বাধাগ্রস্ত’ করার চেষ্টা করার পরে এই ঘটনা ঘটে।