বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম।
তিনি জানান, ‘মঙ্গল’ শব্দ নিয়ে আপত্তি থাকায় পুরাতন নামেই ফিরে যাওয়া হয়েছে।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য– নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতীকী মুখাকৃতি ও নানা মোটিফ থাকবে।
নববর্ষের দিন সকালে রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক পরিবেশনা করবে সুরের ধারা। ২৮টি জাতিগোষ্ঠী ও রক ব্যান্ড সংগঠন বামবা প্রথমবারের মতো অংশ নিচ্ছে শোভাযাত্রায়। বিকেলে মানিক মিয়া এভিনিউতে শিল্পকলা একাডেমির আয়োজন এবং সন্ধ্যায় ড্রোন শো অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল বিকেলে বকুলতলায় থাকবে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান।