নেটওয়ার্ক সেবার ভেন্ডর পরিবর্তনের কারণে ৯৬ ঘণ্টার জন্য অনলাইনে ভ্যাট সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত এনবিআরের আইভাস (সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) পদ্ধতির সব কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই-পেমেন্ট কিংবা বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা গ্রহণ করতে পারবেন না।
এনবিআর জানিয়েছে, নেটওয়ার্ক সেবার ভেন্ডর পরিবর্তনের কারণে এই সাময়িক অসুবিধা সৃষ্টি হচ্ছে। আগের ভেন্ডর এক্সেস টেলিকম (বিডি) লিমিটেড থেকে নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেডের কাছে নেটওয়ার্ক সেবা হস্তান্তর, সক্রিয়করণ ও অনলাইন কার্যক্রম সম্পূর্ণ করতে এ সময় প্রয়োজন।
এই সময়ের মধ্যে সংশ্লিষ্টদের জরুরি কার্যক্রমগুলো সম্পন্ন করার আহ্বান জানিয়েছে এনবিআর। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে প্রযুক্তিগত পরিবর্তন শেষ করে পূর্বের মতো ভ্যাট কার্যক্রম সচল হবে বলে জানিয়েছে এনবিআর।