এবারের বাজেটকে ‘কিছুটা ব্যতিক্রমধর্মী’ হিসেবে আখ্যায়িত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি।
আজ সোমবার বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন।
প্রবৃদ্ধি-কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে সরকার এবার সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিয়েছে বলে জানান তিনি।
প্রথাগত ভৌত কাঠামো নয় বরং এবারের বাজেটে মানুষকে প্রাধান্য দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এটি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং বাংলাদেশের ৫৪তম বাজেট। সংসদ না থাকায় এবারের বাজেট বেতার-টেলিভেশনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে৷