অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ভোটারের বয়স কমিয়ে ১৭ বছর করা উচিত বলে মন্তব্য করেছেন।
তবে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত উভয়ই বয়স কমাতে নারাজ। বয়স কমালে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে তারা মনে করছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গড় হিসাবে ১৭ বছর বয়সীর সংখ্যা ৩৩ লাখ ১৩ হাজার ৪৩০ জন।
এদিকে সংসদ সদস্যদের বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করার চিন্তা করছে সংবিধান সংস্কার কমিশন। তবে এ ব্যাপারে কোন রাজনৈতিক দল এখনও প্রতিক্রিয়া করেনি।