ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। এখনো শতাধিক মানুষের খোঁজ পাওয়া যায়নি।
ভূমিকম্পের কারণে বিদ্যুতের সঞ্চালন লাইন এবং পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
এদিকে জন্য উদ্ধার কাজের প্রয়োজনীয় সরঞ্জামেরও অভাব রয়েছে দেশটিতে। ফলে উদ্ধারকর্মীরা খালি হাতেই উদ্ধার কাজ চালাচ্ছেন।
রাস্তাঘাটগুলো ভূমিকম্পে ফেটে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রাজধানী নেইপিদোসহ বেশ কিছু অঞ্চলে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।
উদ্ধার কাজে সহায়তার জন্য চীন থেকে একটি রেসকিউ টিম মিয়ানমারে পৌঁছেছে।
উল্লেখ্য, গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়।