রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুরের রাজধানী ইম্ফলের পাশের ইয়ারিপক এলাকা।
উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। এ নিয়ে গত ১০ দিনে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হলো।