প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।
বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিলের খবরকে তিনি ভিত্তিহীন ও ভুয়া বলেছেন।
তিনি জানান, মুজিবনগর সরকারের যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা মুক্তিযোদ্ধা। তাঁদের স্বীকৃতি দিয়ে কারও সম্মান ক্ষুণ্ন হয়নি বলেও দাবি করেন তিনি।
এর আগে শেখ মুজিবসহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে সরকার অধ্যাদেশ জারি করেছে এমন খবর বেশ কয়েকটি গণমাধ্যমে আসে। কিন্তু অধ্যাদেশে এমন কোন তথ্য উল্লেখ ছিলোনা।
এ প্রেক্ষিতে উপ-প্রেস সচিব বলেন, যারা ভুল সংবাদ দিয়েছেন, আশা করি তারা সংশোধনী দিয়ে দুঃখপ্রকাশ করবেন। এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।