পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহর। এখানকার পথে পথে ভিক্ষা করে জীবন কাটানো এক পরিবারের ইতিহাস এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিক্ষুক পরিবার, বাড়ির কর্ত্রী মৃত্যুর পর, ২০ হাজার মানুষকে নিমন্ত্রণ করে পেট ভরে খাওয়ানোর আয়োজন করেছেন। খরচ হয়েছে পাকিস্তানি টাকায় ১ কোটি ২৫ লক্ষ।
বিপুল আয়োজনের এই অদ্ভুত ঘটনা শুনে বিস্মিত নেটিজেনরা। একটা ভিক্ষুক পরিবার কিভাবে এতো বড় আয়োজন করলো? এই বিপুল খরচ করা কিভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, শুধু খাবারই নয়, প্রায় ২ হাজার যানবাহনের ব্যবস্থা করেছিল এই পরিবার, যাতে করে অতিথিরা নিকটবর্তী রেল স্টেশন ও বাস স্টপ থেকে সহজে পৌঁছাতে পারেন।
এই বিশাল আয়োজনের মেনুতে ছিল পাকিস্তানের জনপ্রিয় খাদ্যসমূহ – নান, মাটন, চিকেন, সিরি পায়ে, মোরব্বা, মটর গঞ্জসহ বিভিন্ন মিষ্টির পদ। এসব দেখে নেটিজেনরা একযোগে প্রশ্ন তুলেছেন, “ভিক্ষুক পরিবার কীভাবে এত বড় আয়োজন করতে পারল?”
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে, কিছু মানুষ তাদের জীবনযাত্রার প্রতি প্রশংসা জানিয়েছেন, কেউ আবার এই পরিবার থেকে নিজের ভবিষ্যতের জন্য প্রেরণা খুঁজে পেয়েছেন। কেউ পোস্ট করেছেন এভাবে, “এদের মতো জীবন কাটাতে পারলে, আমি ভিক্ষুক হয়ে যেতাম!”