উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। গত দুই দিনে আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও সিকিমে অতি বৃষ্টির কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
শনিবার অরুণাচলে ধসে পড়ে চলন্ত গাড়ি ভেসে গিয়ে ৭ জন নিহত হন। একইদিনে জিলো এলাকায় ধসের কবলে পড়ে আরও ২ জনের মৃত্যু হয়।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আসামের ১২টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।
এদিকে গুয়াহাটিতে শনিবার ১১১ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা ভেঙ্গে ফেলেছে বৃষ্টিপাতের ৬৭ বছরের রেকর্ড।
অন্যদিকে উত্তর সিকিমে অতিবৃষ্টির কারণে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া উত্তর-পূর্বের বিভিন্ন অংশে শুধু শনিবার ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।