স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সভায় এ প্রতিবাদ জানান তিনি।
এসময় তিনি বলেন, যারা আগরতলায় বাংলাদেশের পতাকা নামিয়ে ছিড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব।
তিনি আরও বলেন, আমাদের মা-বোনেরা তাঁদের দেশের যে শাড়ি পড়ত, তারা আর ভারতের শাড়ি কিনবে না। ভারতের সাবান কিনবে না, ভারতের টুথপেষ্ট কিনবেনা।
রিজভী বলেন, আমাদের এখানে পেঁয়াজ হয়। ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি।
তিনি আরও বলেন, যদি আমাদের জায়গা না থাকে আমরা বাড়ির ছাদে মরিচ লাগাবো। বাড়ির উঠোনের মধ্যে পেয়াজ লাগাবো। তাও আমরা ওদের মুখাপেক্ষী হবোনা।