ভারতের নাগপুরে সহিংসতার ৪৮ ঘণ্টা পরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অন্তত ১০টি এলাকায় কারফিউ জারি রয়েছে।
রাজ্য বিধানসভায় বুধবার (১৯ মার্চ) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিশ বলেন, পরিকল্পিতভাবে নাশকতা ঘটানো হয়েছে এবং পবিত্র কোরআন পোড়ানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি ধর্মীয় সহিংসতাকারীদের বিচারের হুঁশিয়ারি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাহিম খান নামের এক স্থানীয় নেতাকে তার উসকানিমূলক ভাষণের ভিডিওর জন্য গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ৬৫ জন গ্রেফতার হয়েছেন এবং ৫১টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তদন্তে গুজব রটনাকারী ও উসকানিদাতাদের চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর গুজবে নাগপুরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যা সহিংসতায় রূপ নেয়।