দীর্ঘদিন ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর ৫ কিলোমিটার অংশ দখল করে রেখেছিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এটা বাংলাদেশের ভূখন্ড হলেও বাংলাদেশিরা সেখানে নামতে পারত না। জেলেরা মাছ ধরতে নামলেও বাঁধা দিতো বিএসএফ। তবে অবশেষে এই ৫ কিলোমিটার ভূখন্ড নিয়ন্ত্রণে নিতে পেরেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত সোমবার মহেশপুর ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম বিজিবির বরাতে বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি।
জানা গেছে, কোদলা নদীর ঐ ভূখন্ডে বাংলাদেশীদের বসতি কম থাকায় এটাকে সুযোগ হিসেবে নেয় বিএসএফ। তারা এলাকাটিতে আধিপত্য বিস্তার শুরু করে এবং নিজেদের নিয়ন্ত্রণে নেয়। কোনো বাংলাদেশী ঐ এলাকায় গেলে তারা বাঁধা দিতো।
তবে বিষয়টি বিজিবির নজরে আসলে তারা ত্বরিত পদক্ষেপ গ্রহণ করে। বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে তারা বিএসএফের অবৈধ আধিপত্যের জোর বিরোধিতা করে। পরে বিজিবির প্রচেষ্টায় এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়।
বিজিবি জানিয়েছে, বর্তমানে ঐ এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়াও এলাকাটির সার্বিক নিরাপত্তায় যন্ত্রচালিত বোট ও দ্রুত টহলের জন্য অল টেরেইন ভেহিকেল (এটিভি) বরাদ্দ করা হয়েছে।