বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আবারো এশিয়া কাপের শিরোপা নিজেদের দখলে নিয়ে নিলো। শক্তিশালী ভারতকে ৫৯ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে যুবা টাইগাররা।
দুবাইয়ে রোববার এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিলো টাইগাররা।
রোববার প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগাররা ১৯৮ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন রিজান হোসেন (৪৭)। ভারতের পক্ষে প্রথম ইনিংসে সেরা বোলার ছিলেন যুদ্ধজিৎ গুহা, চেতন শর্মা, ও হার্ডিক রাজ। তারা প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশকে প্রতিহত করতে ব্যাটিংয়ে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারত। ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন, আর অধিনায়ক আজিজুল হক তামিম ১৪ বল করে ৩ উইকেট নিয়ে ভারতের পতন নিশ্চিত করেন।
এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পরপর দুইবার এশিয়া কাপের শিরোপা জয় করলো।