১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবার পেতেন যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড। তাদের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির প্রস্তাবটি আমরা অনুমোদন করেছি। টিসিবি ওটা করবে।
টিসিবির এক কোটি পরিবারের জন্য যে প্রোগ্রাম আছে সেখান থেকে তারা বিষয়টির সংস্থান করতে পারবেন বলে তিনি মনে করেন।
পরবর্তীতে কেবল গার্মেন্টস না অন্যান্য সেক্টরেও এই কর্মসূচী গ্রহণ করা হবে বলে তিনি জানান।
গার্মেন্টস শ্রমিকদের জন্য টিসিবির কার্যক্রম কবে শুরু হবে এ প্রসঙ্গে তিনি বলেন, টিসিবি যখনই বিক্রি কার্যক্রম শুরু করবে, এটা করবো। টিসিবির পরবর্তী বিক্রি কার্যক্রমের মধ্যে গার্মেন্টস শ্রমিকরা সংযুক্ত থাকবেন। এটা ঢাকার আশপাশের বিশেষ এলাকার জন্য।