যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস অঙ্গরাজ্য ভয়াবহ দাবানলে পুড়ছে। বিধ্বংসী দাবানলের কারণে পুরো অঞ্চল ঘন ধোঁয়ার মেঘে ঢেকে গেছে।
দাবানলে বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে। অন্তত ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।
বুধবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
ভয়াবহ দাবানলের কারণে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী আগুণ নেভাতে হিমশিম খাচ্ছে।
এখন পর্যন্ত সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ২,৯২১ একর জমি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ঝরো বাতাস এবং শুষ্ক আবহাওয়া দাবানলের পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে।
এদিকে, এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।