টঙ্গীতে পণ্যবাহী ট্রাক ব্রেইলি সেতু অতিক্রম করার সময় সেতু ভেঙ্গে পানিতে পড়ে গেছে।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর উপরের ব্রেইলি সেতু অতিক্রম করার সময় তা ভেঙ্গে পানিতে পড়ে গেছে একটি ট্রাক।
জানা গেছে, এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ট্রাক চালক ঘটনার পর ট্রাক রেখে পালিয়েছেন।
সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এই পথে চলাচলকারী সকলকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।