রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে অস্ত্রসহ ঢোকা ৩ ডাকাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। সেখানে অবস্থানকৃত জিম্মিদের জিজ্ঞাসাবাদ করছে তারা।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিম্মিদের ব্যাংক থেকে বের করা হয়নি। তাদের সাথে কথা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত জানা যাবে।
এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকে ডাকাত ঢুকেছে বলে খবর রটে। পরে স্থানীয় মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যাংকের চারদিক ঘিরে রাখে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিকাল ৫টার দিকে ডাকাতরা অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এরপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকের ভেতরে প্রবেশ করে।