বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলন আগামী মাসের শুরুতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল।
ঢাকার পক্ষ থেকে এই বৈঠকের প্রস্তাব করা হয়েছিলো। কিন্তু এই প্রস্তাবে সাড়া দেয়নি ভারত।
এ বিষয়ে ভারতের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো আপডেট নেই।
ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এ বৈঠকের সম্ভাবনা খুবই কম।
কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মতো অনুকূল নয়।