ভয়াবহ বোমা বিস্ফোরনে নিহত হয়েছেন রাশিয়ার পরমানু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। এই হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন(এসবিইউ)।
মঙ্গলবার রাজধানী মস্কোর রায়াজনিস্ক প্রসপেক্ট এলাকায় নিজ অ্যাপার্টমেন্টের সামনে নিহত হন তিনি।
কিরিলভ অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় দরজার বাইরে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ হয়। এতে কিরিলভ ও তার সহকারী নিহত হন।
অ্যাপার্টমেন্টের বাইরে একটি স্কুটারে বোমা পেতে রাখা হয়েছিলো বলে জানা গেছে। ঘটনার পরই আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখেন, সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়।
লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ রাশিয়ার একজন শীর্ষ কর্মকর্তা। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রুশ বাহিনীর সিরিয়া মিশনের অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন কিরিলভ। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ফিরে আসেন কিরিলভ।