প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বৈঠক করেছেন।
শুক্রবার সাংগ্রি-লা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম জানান, শেখ হাসিনাকে দেশে ফেরত, গঙ্গা পানি বণ্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা প্রকল্পসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
এটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদির প্রথম বৈঠক।
দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বৈঠক হবার কথা থাকলেও তা সম্ভব হয়নি অবশেষে এটি সম্ভব হলো।