নামাজে অসু্বিধা এবং মানসিক অস্বস্তির কারণে বেগম রোকেয়ার গ্রাফিতির চোখ ও মুখ কালো রং দিয়ে ঢেকে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে বেশ আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন ঐ শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার বিষয়টি সামনে আসার পরপরই ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
অনেক শিক্ষার্থী মন্তব্য করেন, যে বেগম রোকেয়ার কল্যাণে আজ মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে, তার গ্রাফিতির এ ধরণের বিকৃতকরণ মোটেও কাম্য নয়।
শিক্ষার্থীটি নামাজে অসুবিধা ও মানসিক অস্বস্তির কারণে এ কাজটি করেছেন বলে ঢাবির এক ফেসবুক গ্রুপ থেকে তথ্য পাওয়া গেছে। তবে হলের অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছে, গ্রাফিতিটি হলের আবাসিক ভবনের বাইরের সীমানা দেয়ালে আঁকা ছিল, তাতে নামাজে সমস্যা হওয়ার কারণ নেই।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা জানিয়েছেন, মেয়েটি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। তাকে ডেকে নিয়ে একজন সাইকোলজিস্টের মাধ্যমে কথা বলা হয়। তার কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা পাওয়া গেছে।