পলিটেকনিক শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে দিনভর সড়ক অবরোধের পর আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তেজগাঁও সাতরাস্তা মোড়ে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা।
এর আগে বুধবার সকাল ১০টার পর তারা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন । দিনভর তাঁদের এ কর্মসূচী চলে। ফলে ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ সাতরাস্তায়-পলিটেকনিকের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সড়ক অবরোধ
শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।
ঢাকা ছাড়াও দেশের বেশ কয়েকজায়গায় একই দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন করেছেন।