ইসরায়েলি গণমাধ্যম ‘দ্য হটেস্ট প্লেস ইন হেল’-এর অনুসন্ধানে উঠে এসেছে এক নির্মম কাহিনী। ইসরায়েলি বাহিনীর এ বর্বরতার কাহিনী শুনলে যে কারও গাঁ শিউরে উঠবে।
তাদের অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে, ৮০ বছর বয়সী এক ফিলিস্তিনির গলায় বিস্ফোরক বেঁধে মানবঢাল হিসেবে কাজ করতে বাধ্য করেছিল ইসরায়েলি বাহিনী। তাকে সামনে রেখে ফিলিস্তিনে অভিযান চালায় ইসরায়েলি সেনা।
প্রত্যক্ষদর্শী ইসরায়েলি সেনাদের তথ্যমতে, ইসরায়েলি সেনারা ঐ বৃদ্ধ এবং তার বউকে গাজায় তাঁদের বাড়িতেই পান। তারা সেনাদের জানায়, তাদের শারীরিক সমস্যার কারণে চলাফেরায় সমস্যা হয়। এজন্য তারা পালাতে পারেনি।
জানা যায়, পরে ঐ বৃদ্ধ ফিলিস্তিনিকে লাঠির ওপর ভর দিয়ে তাঁদের সামনে হাঁটতে বাধ্য করেন সেনারা। তার গলায় বিস্ফোরক ঝুলিয়ে দেয়া হয়। তিনি সেনাদের কথা না শুনলে তার মাথা উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।
দীর্ঘ ৮ ঘন্টা তাকে দিয়ে কাজ করানোর পর তাদেরকে ছেড়ে দেয়া হয়। কিন্তু পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলের আরেকটি সেনা ব্যাটালিয়ন সড়কে এই বয়স্ক দম্পতিকে দেখতে পায়। এই সেনা ব্যাটালিয়নকে বৃদ্ধকে দিয়ে মানবঢাল হিসেবে ব্যবহার করা সেনাদল তথ্য না দেয়ায় তারা তাদের চিনতে না পেরে গুলি করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।