৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করে জনাপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। একইসাথে মৌখিক পরীক্ষার নম্বর কমানোর প্রস্তাবও করা হয়েছে। মৌখিক পরীক্ষার নম্বর অর্ধেক কমিয়ে ১০০ করার প্রস্তাব করেছে বিপিএসসি।
রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। প্রস্তাবনা জনাপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের জন্য সেখানে পূর্বের মতো ৭০০ টাকা আবেদন ফি ধরা হয় এবং নম্বর বন্টনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বরও আগের মতোই ২০০ নম্বর রাখা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন ফি কমানো নিয়ে শিক্ষার্থীরা নিজেদের দাবির কথা বিভিন্নভাবে প্রকাশ করে। অন্যদিকে মৌখিক পরীক্ষার নম্বর কমানো নিয়ে অনেক আগে থেকেই চাকরিপ্রত্যাশীরা সরব ছিলো।