‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ প্রকাশিত হয়েছে। টানা অষ্টমবারের মতো এই রিপোর্টের শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত হয় এই রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী সুখী দেশগুলোর তালিকায় বরাবরের মতো নর্ডিক দেশগুলোই শীর্ষস্থান ধরে রেখেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, এরপর যথাক্রমে আইসল্যান্ড ও সুইডেন। তবে এবারেই প্রথম লাতিন আমেরিকার কোস্টারিকা (৬ নম্বরে) ও মেক্সিকো (১০ নম্বরে) শীর্ষ দশে স্থান পেয়েছে।
অন্যদিকে সবচেয়ে কম সুখী দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান (১৪৭ নম্বর), সিয়েরা লিওন (১৪৬), লেবানন (১৪৫), মালাউই (১৪৪) এবং জিম্বাবুয়ে (১৪৩)।
সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৪। অক্সফোর্ড ইউনিভার্সিটির নেতৃত্বে এ রিপোর্টটি করা হয়। ২০১২ সাল থেকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এই রিপোর্ট প্রকাশিত হয়।