বিশ্বের ১০০ অনুপ্রেরণামূলক ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০২৪ সালের জন্য করা বিবিসির এই তালিকায় স্থান পেয়েছ বাংলাদেশের রিক্তা আক্তার বানু।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করে বিবিসি। তালিকায় রিক্তা আক্তার বানু ছাড়াও আরও স্থান পেয়েছেন নাদিয়া মুরাদ, শ্যারন স্টোন, রেবেকা আন্দ্রাদে, রে, ট্রেসি এমেন ও আদেনিকে ওলাদোসু। পাঁচ ক্যাটাগরির ভিত্তিতে এ তালিকা করা হয়েছে।
এই তালিকায় স্থান পাওয়া রিক্তা আক্তার পেশায় নার্স এবং একটি স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি “বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি” বিভাগে তালিকায় স্থান পেয়েছেন।
রিক্তা আক্তার বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুর জন্য নিজের জমি বিক্রি করে “রিক্তা আক্তার বানু লার্নিং ডিজেবিলিটি স্কুল” প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ স্কুলে ৩০০ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। প্রতিষ্ঠানটি প্রতিবন্ধিতার প্রতি সমাজের মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।