বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের ১৬ মিনিটে তার গোলেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। যদিও এরপর স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি।
আর্জেন্টিনার গোলবারের সুরক্ষা কবচ হিসেবে কাজ করেন এমিলিয়ানো মার্তিনেজ। তার অসাধারণ সেভ দলকে জেতাতে সাহায্য করেছে।
ম্যাচজুড়ে বলের দখলে ৬৬ শতাংশ সময় আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা।গোলের উদ্দেশে নেয়া ১০টি শটের মধ্যে ৪টি শটই লক্ষ্যে আঘাত করে।
এই জয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা নিজেদের শীর্ষস্থান ধরে রাখে। অন্যদিকে এই হারের ফলে চিলির বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।