বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বিশৃঙ্খলা নিয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন।
এছাড়াও জনমানুষের নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কেমন হওয়া উচিত তা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মন্তব্য করেছেন তিনি।
সোমবার সকালে দেয়া একটি পোস্টে তিনি বলেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ ৷
তিনি বলেন, যদি কেউ অযৌক্তিক কারনে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন;তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ ৷

তার পোস্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, রাষ্ট্রের কল্যাণে সরকারকে যে কোন পদক্ষেপ নিতে কঠোর হতে হবে। উপদেষ্টাগণের কাজের গতি ভীষণ ধীর। সমাজের ন্যয়-নীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।