আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিয়ের ক্ষেত্রে যে কর আরোপ করা হয়েছিলো তা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেছেন, ‘বিয়ে সম্পাদনে একটা কর ছিল। মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে।’
তিনি জানিয়েছেন, ‘বিয়ের ট্যাক্সে আজ সাইন করলাম। আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।’
এদিকে পূর্বে বিয়ের ফরমে বিবাহিতা নাকি কুমারী নামে যে বিষয়টি উল্লেখ ছিলো সেটাকে কেবল অবিবাহিতা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ধরণের শব্দ নারীর জন্য অমার্যাদাকর বলে মনে করেন তিনি।