বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
সারজিস আলমের বিয়ের ছবি সংযুক্ত করে দিয়ে তিনি পোস্টে লিখেছেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
ছবিতে বিয়ের সাজে দেখা গেছে সারজিস আলমকে। তার বাঁ পাশে রয়েছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ । ডান পাশে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
অন্যদিকে সারজিসকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহও। তিনি লিখেছেন, অভিনন্দন বন্ধু সারজিস। তোমার জীবন ভালোবাসায় ভরে উঠুক। একসাথে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো, এই কামনা করছি।