বিয়ের দাবিতে প্রেমিকের বউভাতের অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন এক তরুণী। তার দাবি বর সিফাত জামান তিন বছর আগে রেজিস্ট্রি ছাড়াই তাকে বিয়ে করেছেন।
জমজমাট অনুষ্ঠানে নিমিষেই শুরু হয় হট্টগোল। শুক্রবার রাজশাহীর নানকিং দরবার হল নামের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
বিয়ের দাবিতে আসা ঐ তরুণী জানায়, কারমাইকেল কলেজে পড়ার সময় সিফাত জামানের সাথে তার প্রথম পরিচয়। সেখানেই প্রেম। পরে ২০২১ সালে প্রেমের পরিণতি দিতে তারা কাবিননামা ছাড়াই হুজুর ডেকে বিয়ে করেন।
তরুণী আরও জানায়, এ বছর তারা পারিবারিকভাবে অনুষ্ঠান করে বিয়ের প্রস্তুতি নেয়। কিন্তু তিনি হঠাৎ জানতে পারেন প্রেমিক সিফাত বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অন্য কারও সাথে। জানার পরই প্রেমিকের বাড়ি আসলে প্রেমিকের পরিবার তার সাথে দুর্ব্যবহার করেন। পরে জানতে পারেন সিফাত বিয়ে করে ফেলেছেন। এটা তিনি মেনে নিতে পারেননি। প্রেমের টানে প্রেমিকের বউভাতের অনুষ্ঠানে চলে আসেন তিনি।
অনুষ্ঠানস্থলে তরুণীর কাছে সম্পর্কের প্রমাণ চাইলে তাঁদের দুজনের ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করা দুজনার চ্যাটের স্ক্রিনশট দেখান। উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে পুলিশ এসে তরুণীকে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তিনি অনুষ্ঠানস্থল থেকে চলে যান।
তবে সিফাতের পরিবার এই ঘটনা নিয়ে সরাসরি কথা না বললেও অন্যান্য আত্মীয়-স্বজনরা জানান, মেয়েটির উদ্দেশ্য ভালো না। তিনি প্রমাণ দেখাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, মেয়েটি লিখিত অভিযোগ দায়ের করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।