বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এ হুমকি এসেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএন (এয়ারপোর্ট পুলিশ) ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে এ হুমকির বার্তা এসেছে।
বার্তায় বলা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৩৬ ফ্লাইটে ৩৪ কেজি উচ্চমাত্রার বিস্ফোরক রয়েছে।
ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পুরো বিমান ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্যকে নিরাপদে নামিয়ে আনা হয়।
তারা নেমে আসলে পুরো বিমানে তল্লাশি চালানো হয়। তবে এতে বোমা সদৃশ কিছুই পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি অবতরণের পর নিরাপত্তার কারণে যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয় এবং বিমানটির পুরো সিস্টেম স্ক্যান করা হয়। যাত্রীদের ইমিগ্রেশন পরবর্তী সময়ে সম্পন্ন করা হয় এবং সকলকে টার্মিনালে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং তদন্ত অব্যাহত রেখেছে।