লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশ। দীর্ঘ সাত বছর পর দেখা হলো বাংলাদেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
মাকে এতদিন পর কাছে পেয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান। মা-ছেলের এমন মধুর সময়ের ছবি রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকে নিয়ে যান। তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলো তাদের সাথে।
গতকাল মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করেন খালেদা জিয়া। সেখানে লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করেন যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ সকাল ৯টা ৫ মিনিটে ।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান ও তার বউ। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের বাইরের দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্যই তাকে লন্ডনে নেয়া হয়েছে। সেখানে তার লিভার প্রতিস্থাপন করা হতে পারে।