কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে গণ–অবসরের হুমকি দেওয়া ১৮ নারী ফুটবলাররা তাদের অবস্থান থেকে সরে এসেছেন।
আল্টিমেটাম তুলে নিয়ে কোচ পিটার বাটলারের অধীনে তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার এই তথ্য জানিয়েছেন।
তবে সাবিনা খাতুন–ঋতুপর্ণারা এখনই অনুশীলনে ফিরছেন না। বিদ্রোহী নারী ফুটবলাররা ছুটি কাটিয়ে ফিরে এসে অনুশীলনে যোগদান করবেন বলে জানিয়েছেন তিনি।
আজ দুপুরে বাফুফে নারী বিভাগের প্রধান বিদ্রোহ করা নারী ফুটবলারদের সাথে বৈঠক করেন। আলোচনার এক পর্যায়ে বিদ্রোহ করা ফুটবলাররা নিজেদের আল্টিমেটাম তুলে নেয়ার কথা জানান।