সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে লেগে ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বাঘেরসড়ক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷
দুর্ঘটনায় আহত হয়েছেন আরোও দু’জন। জানা গেছে, হতাহতরা সকলেই ছাত্রদলের কর্মী এবং শিক্ষার্থী।
নিহতরা হলেন সৈয়দ মকসুদ হাসান মহান (১৮), আব্দুল আজিজ সায়েম (২১) ও হাফিজুর রশিদ (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হতাহত ব্যক্তিরা বৃহস্পতিবার রাতে প্রাইভেটকারে করে সিলেটের জৈন্তাপুর শাপলা বিল ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন।