২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়। এই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন।
এই বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠিত হয়েছে।
সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তদন্ত কমিশনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানিয়েছেন, রোববার রাতেই প্রধান উপদেষ্টা এই তদন্ত কমিশনকে অনুমোদন করেছেন।
প্রসঙ্গত, ২০১১ সালে বিডিআরের (বাংলাদেশ রাইফেলস) এর নাম পরিবর্তন করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) রাখা হয়।