বাংলাদেশ বিজয়ের দিনটাকে রাঙিয়ে তুললো রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে। শেষ মুহূর্তের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে সেন্ট ভিনসেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিল টাইগাররা।
শেষ তিন বলে জয়ের জন্য ৯ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাকয় এবং জোসেফ ব্যাটে বলই লাগাতে পারলেন না।
ম্যাকয় সেন্ট ভিনসেন্টেরই স্থানীয় ক্রিকেট তারকা। কিন্তু বাংলাদেশী বোলিং তোপের মুখে তার যাত্রা সুখকর হয়নি।
তবে রোভম্যান পাওয়েল ৩৫ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা শেষপর্যন্ত দল জেতাতে তেমন কাজে আসেনি। এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তুলেছিল ১৪৬ রান, যেখানে লিটন দাস ও মেহেদী হাসানের অবদানই বেশি।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে জয় পেল। সেন্ট ভিনসেন্টের মাঠে বাংলাদেশের এই স্মরণীয় জয় উদযাপন হলো হাজার মাইল দূরেও, লাল-সবুজের আবেগ মিশিয়ে, বিজয় দিবসের উচ্ছ্বাস নিয়ে।