চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শনিবার ভোরে উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
হাবিল উদ্দিন (৩০) নামের ঐ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে বিএসএফ হাবিলের উপর গুলি ছুঁড়ে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে।
তবে আহত হাবিল জানিয়েছেন, তিনি গমক্ষেতে পানি দিতে গিয়ে মোটর চালুর সময় বিএসএফ গুলি চালিয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির পিঠের ডানদিকে গুলি লেগেছে। অস্ত্রপাচারের মাধ্যমে তার গুলি বের করতে হবে।