চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের মিথ্যা নিউজ নিয়ে দেশের একটি জাতীয় পত্রিকায় নিজের দুঃখের কথা জানিয়েছেন ভুক্তভোগী নারী।
তিনি বলেছেন, ‘আমার টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি।’
তার স্বামী বাসেই ছিলো এবং তাকেও মারধর করা হয়েছে বলে যে নিউজ করা হয়েছে সেটিও মিথ্যা। তিনি বলেন, আমার স্বামী নাকি সেই দিন ছিল আমার সঙ্গে। আমার স্বামীকে মারধর করে নাকি আমাকে ধর্ষণ করা হইচে। এই কথা মিডিয়াতে ছিল, কিন্তু বাস্তব তো এইডা না। আমার স্বামী প্রায় এক বছর হইল অসুস্থ হয়ে বিছানায় আছে।
ঘটনার পর থেকেই ঐ নারীকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে৷ তিনি বলেন, আমার সমাজের কাছে মুখ দেখানোই কঠিন হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খারাপ নজরে দেখছে। এভাবে যদি সবাই চলতে থাকে, তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারব না।
তিনি আরও বলেন, আমার সঙ্গে যেটা হয়নি, আমার মাথায় সেটা চাপানো হচ্ছে, তাহলে এটা কেমন করে হয়? আমি কীভাবে এই সমাজের মধ্যে মুখ দেখাব? সেই রকম তো আমার পরিবেশ নাই।
এসময় তিনি সবার কাছে ভুক্তভোগীর মন্তব্য না নিয়ে খবর প্রচার না করার অনুরোধ জানান। তিনি বলেন, কোনো নারী ধর্ষণের শিকার হয়েছেন, এটা বলার আগে তাঁরা যেন ওই নারীর মুখে ঘটনা শোনেন। ভেবেচিন্তে যেন এই নিয়ে কথা বলেন।