জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হার্টে রিং পরানোর চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আরিফ মাহমুদ জানিয়েছেন, তামিম বর্তমানে ভালো আছেন, স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করছেন এবং কথা বলছেন। তবে তাকে দীর্ঘ বিশ্রামে থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।
গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে বিকেএসপিতে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় তার হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং দ্রুত তার হার্টে রিং পরানো হয়।
তামিম কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত তিনি বিশ্রামে থাকবেন এবং পরবর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।