রাজশাহীর পুঠিয়াতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ প্রাণ হারিয়েছে একই পরিবারের ৩ জন। নিহতরা সকলেই মোটরসাইকেল আরোহী ছিলেন।
শনিবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী আবু হানিফ (২৭), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও তার বোন যুথী খাতুন (১৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে, হানিফ তার স্ত্রী ফাতেমা এবং বোন যুথীকে নিয়ে রাজশাহী শহরে কেনাকাটা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বেলা আড়াইটার দিকে শিবপুর এলাকায় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় হানিফ ও যুথী।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এতে ঘটনাস্থলেই মারা যায় হানিফ ও যুথী। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন