কক্সবাজারের মহেশখালীতে গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতনের পর বাড়ি থেকে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ এবং তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায় তারা।
বুধবার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাতভর অভিযান চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের পর বাড়িতে রাখা কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা তারা লু্ট করে নিয়ে যায়। এর আগে পরিবারের সবাইকে তারা বেঁধে রেখে যায়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কি করবে না করবে তা বুঝে উঠতে পারছিলেন না তারা। পরে স্থানীয়দের সহায়তার ঐ গৃহবধূকে হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় পাঁচ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার জানিয়েছেন, মামলার পরপরই পুলিশ অভিযানে নেমেছে। অপরাধীদেরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।