গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ জানিয়ে সোমবার সারাদেশে বিক্ষোভ হয়।
এসময় খুলনা, সিলেট, চট্টগ্রামসহ কয়েকটি শহরের বাটা শো-রুম, কেএফসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সারাদেশ ৪৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেইজে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার বেশ কয়েকটি শহরে গাজাপন্থী বিক্ষোভের সময় উগ্র এবং বেআইনি ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ।এই আক্রমণ এবং ভাঙচুরের কাজগুলি জনসাধারণের সুরক্ষা এবং আইনের শাসনের বিরোধী।
এখন পর্যন্ত এই ঘটনার সাথে সম্পর্কিত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত কাজ করেছে এবং দুটি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের কাজটি প্রক্রিয়াধীন।
অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়েছে। ভিডিও পর্যবেক্ষণ করে পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। সকল অপরাধীদের না ধরা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
তদন্তে সহায়তা করবে এমন কোন তথ্য থাকলে তা দিয়ে আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ রইলো। একইসাথে আমরা নিশ্চিত করতে চাই যারা সমাজের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করবে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনব।