বাজারে এসে সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন ভোক্তারা। কারণ ৩ সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের যে সরবরাহ সংকট তা প্রকট আকার ধারণ করেছে ডিসেম্বরের শুরুতে।
সংকট এতই তীব্র যে অনেককে তেল ছাড়াই বাসায় ফিরতে হচ্ছে। কোন দোকানে পাওয়া গেলেও দাম গুণতে হচ্ছে বেশি। অথবা তেল কিনলেও তার সাথে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন দোকানদারেরা।
ক্রেতাদের এই নাজেহাল দশার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, তেল সরবরাহের কোম্পানিগুলো বাজারে সংকট তৈরি করছে।
এদিকে বেড়েছে মুরগী, প্যাকেটজাত দুধ, শীতকালীন সবজিসহ নিত্যপণ্যের দামও বেড়েছে।
ক্রেতাদের দাবি আইনের কঠোর প্রয়োগ ঘটাতে না পারলে এ অবস্থা চলতেই থাকবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।